আমার একলা আকাশ থমকে গেছে লিরিক্স
আমার একলা আকাশ  থমকে গেছে  রাতের স্রোতে ভেসে,  শুধু তোমায় ভালোবেসে  ।  আমার দিনগুলো সব রং  চিনেছে  তোমার কাছে এসে,  শুধু তোমায় ভালোবেসে  ।  তুমি চোখ মেললেই, ফুল  ফুটেছে  আমার ছাদে এসে ।  ভোরের শিশির ঠোঁট  ছুঁয়ে যায়  তোমায় ভালোবেসে ।  আমার একলা আকাশ  থমকে গেছে  রাতের স্রোতে ভেসে,  শুধু তোমায় ভালোবেসে  ।  আমার ক্লান্ত মন, ঘর  খুঁজেছে যখন-  আমি চাইতাম, পেতে  চাইতাম  শুধু তোমার টেলিফোন ।  ঘর ভরা দুপুর, আমার  একলা থাকার সুখ ।  রোদ গাইতো, আমি  ভাবতাম  তুমি কোথায়, কতদূর?  আমার বেসুরো গিটার  সুর বেঁধেছে  তোমার কাছে এসে,  শুধু তোমায় ভালোবেসে  ।  আমার একলা আকাশ  চাঁদ চিনেছে  তোমার হাসি হেসে,  শুধু তোমায় ভালোবেসে  ।  অলস মেঘলা মন,  আমার আবছা ঘরের  কোণ  চেয়ে রইতো, ছুঁতে  চাইতো  তুমি আসবে আর কখন?!  শ্রান্ত ঘুঘুর ঢাক,  ধুলোমাখা বইয়ের তাক ।  যেন বলছে, বলে চলছে  থাক, অপেক্ষাতেই থাক  ।  আমার একলা আকাশ  থমকে গেছে  রাতের স্রোতে ভেসে,  শুধু তোমায় ভালোবেসে  ।  আমার দিনগুলো সব রং  চিনেছে  তোমার কাছে এসে,  শুধু তোমায় ভালোবেসে  ।।  আমার একলা আকাশ  গানের লিরিক্স:  Amar Ekla Akash  Thomke Geche  Raater srote bhese,  Shudhu tomay  bhalobese.  Amar dingulo sob rong  chineche  Tomar kache eshey,  Shudhu tomay  bhalobese.  Tumi chokh millei phool  futeche  Amar chade eshe.  Bhorer shishir thont  chunye jai  Tomay bhalobese.  Amar Ekla Akash  Thomke Geche  Raater srote bhese,  Shudhu tomay  bhalobese.  Amar klanto mon, ghor  khunjeche jokhon  Ami chaitam, petey  chaitam  Shudhu tomar  telephone.  Ghor bhora dupur,  amar ekla thakar sukh  Roud gaito, ami  bhabtam  Tumi kothay kotodur?  Amar besuro guitar sur  bendheche  Tomar kache eshe,  Shudhu tomay  bhalobese.  Amar ekla akash chand  chineche,  Tomar hasi hesey,  Shudhu tomay  bhalobese.    
 
0 Comments
Please dont share links
Emoji