আজ আমার ভালবাসা পিরামিড আজ আমার ভালবাসা নীলনদ অভিমান আজ ভিসুভিয়াস আজ আমার ভালবাসা পিরামিড আজ আমার ভালবাসা নীলনদ অভিমান আজ ভিসুভিয়াস আমার ভালবাসা পিরামিড বোঝনা কেন এত কাছে তোমারি হয়ে আছি পাশে উপমা মহাকালের কবিতা বহুযুগের রেখেছি আমার বুকে এইতো এই চোখে দেখ এইতো এই বুকে শুন যেন এক মায়াবী রাতের ইশারা শোন… শোননা… সুরঞ্জনা কেন এলেনা শিল্পীঃ জেমস (ফিলিংস) অ্যালবামঃ জেল থেকে বলছি সুরকারঃ জেমস গীতিকারঃ সালাউদ্দিন সজল বছরঃ ১৯৯০ বিভাগঃ ব্যান্ড