Wapkiz.Com ফ্রি হোষ্টিং ভিত্তিক একটি ওয়েব বিল্ডিং প্লাটফর্ম।যা গত কয়েক বছরে বহুল জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি অনলাইন ওয়েব বিল্ডিং প্লাটফর্ম।

wapkiz এই কয়েক বছরে অনেক উন্নতি করে ফেলেছে যদিও কিছু সমস্যা এখনো রয়ে গেছে।তারপরেও ফ্রি হোস্ট হিসেবে যথেষ্ট গ্রহন যোগ্য।

ব্লাগার কিংবা ওয়ার্ডপ্রেসের মত ওয়াপকিযও প্রিমেইড থিম আপলোড/ ইনস্টল সিস্টেম করে দিয়েছে যার ফলে অনভিঙ্গ বিল্ডাররাও এক ক্লিকে একটা ওয়েব সাইট ডিজাইন করতে পারছে।


তো আপনি যদি কোন Wapkiztpl থিম আপনার ওয়াপকিজ সাইটে ইন্সটল করতে চান তাহলে আপনাকে নিচের প্রছিডিওরটি ফলো করতে হবে।



প্রথমে আপনার ওয়াপকিজ সাইটে লগিন বা রেজিস্টার করা না থাকলে রেজিস্টার করে নিতে হবে।

তারপর আপনাকে প্যানেল মোডে চলে যেতে হবে।
সেখানে আপনি চিত্রেরমত Restore/Back Up Theme লেখা দেখতে পারবেন ওখানে ক্লিক করতে হবে।



নতুন একটা পেজ আসবে চিত্রের মত ওখানকার আপলোড ফর্মে আপনার থিমটি সিলেক্ট করূন এবং আপলোডে ক্লিক করেন আপনার থিম আপলোড হয়ে গেছে।আপনি ভিজিট করে সাইটটি দেখন সম্পূর্ন ডিজাইন করা হয়ে গেছে।