একাকী বিকেলে ছায়াদের মিছিলে, অন্যরূপে তুমি তো আমারই ছিলে। তুমি ছিলে ঘুম জড়ানো আলাপে, ছেঁড়া পকেটের খুঁচরো মন খারাপে। নামে বা বেনামে, এই বুকের বামে, ঠিকানা রয়েছে তোমারই। অনিবার্য কারণে এখন তুমি আমারই, অনিবার্য কারণে আমি তোমারই। – [ ২ বার ] ফুল পাখি চাঁদ তাঁরা জোছনা পাহাড়, আগের মতো কিছু নেই তো আর। বদলে গেছে সবকিছুই নিমিষে আমার, এ সবই যে তোমার উপহার। নামে বা বেনামে, এই বুকের বামে, ঠিকানা রয়েছে তোমারই। অনিবার্য কারণে এখন তুমি আমারই, অনিবার্য কারণে আমি তোমারই। – [ ২ বার ] একাকী বিকেলে ছায়াদের মিছিলে, অন্যরূপে তুমি তো আমারই ছিলে। তুমি ছিলে ঘুম জড়ানো আলাপে, ছেঁড়া পকেটের খুঁচরো মন খারাপে। নামে বা বেনামে, এই বুকের বামে, ঠিকানা রয়েছে তোমারই। অনিবার্য কারণে এখন তুমি আমারই, অনিবার্য কারণে আমি তোমারই। – [ ২ বার ] Singer & Composer Tahsin Ahmed Music Tahsin Ahmed Lyrics Shomeswar Oli Release Date Dec 3, 2018 Powered By CD Choice
0 Comments
Please dont share links
Emoji