Eka Din Song Lyrics in Bengali: একা দিন, ফাঁকা রাত নিভেছে আলো তুই নেই, কেউ নেই লাগছে না ভালো । (×২) তোর নাম না জানা অভিমানে কত দূরে ভাসা যায় আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমায় । একা দিন, ফাঁকা রাত নিভেছে আলো তুই নেই, কেউ নেই লাগছে না ভালো । যতবার আমি তোর ভাষাতে বলছি কথা ততবার তুই ভাবলি বুঝি তা আলাদা (×২) একা দিন, ফাঁকা রাত নিভেছে আলো তুই নেই, কেউ নেই লাগছে না ভালো । জানি না তোর ঘূম আসে কি রাত্রি হলে আমিও সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে (×২) তোর নাম না জানা অভিমানে কত দূরে ভাসা যায় আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমায় । একা দিন, ফাঁকা রাত নিভেছে আলো তুই নেই, কেউ নেই লাগছে না ভালো । একা দিন গান - মিনার রহমান: Eka Din Faka Raat Nibheche aalo Tui nei, keu nei Lagche na valo. Tor naam na jana abjimane Kotodur bhasa jay Ami chaichi tobu parchi nato Thamate amay. Eka Din Faka Raat Nibheche aalo Tui nei, keu nei Lagche na valo. Jotobar ami tor bhasate bolchi kotha Totobar tui bhabli bujhi ta alada. Eka Din Faka Raat Lyrics Movie: Fidaa Song: Eka Din Music: Arindom Lyricist: Prasen Singer: Minar Rahman
0 Comments
Please dont share links
Emoji