গানটি হল "মোহনার দিকে" সিনেমার গান। গানটি গেয়েছেন আশা বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে ভোঁসলে। কথাকার ও সুরকার হলেন স্বপন চক্রবর্ত্তী। বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে লিরিক্স। Bondho Moner Duar Diyechi Khule Lyrics in Bengali: বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে এসেছে ফাগুন হাওয়া এখন সবই দেওয়ার পালা নেই তো কিছু চাওয়া (×২) বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে নাইবা রইলো কোন আয়োজন নেই তো কোন কিছু প্রয়োজন নাইবা রইলো কোন আয়োজন নেই তো কোন কিছু প্রয়োজন মনের মাধুরী মিশিয়ে দিয়েছি পেয়েছি পরম পাওয়া বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে আসুক আঁধারের রাতই জ্বেলে দেব প্রেমের বাতি আসুক আঁধারের রাতই জ্বেলে দেব প্রেমের বাতি এই তো শুরু জীবন সাগরে তরণী বেয়ে যাওয়া বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে এসেছে ফাগুন হাওয়া এখন সবই দেওয়ার পালা নেই তো কিছু চাওয়া বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে Bondho Moner Duar Diyechi Khule Lyrics in English Transliteration: Bondho Moner Duar Diyechi Khule Esechhe faguno hawa Ekhon sobi dewar pala Nei toh kichhu chaowa Bandha Moner Duar Diyechhi Khule Naiba roilo kono ayojon Nei toh kono kichhu proyojon Moner madhuri mishiye diyechhi Peyechhi porom paowa Bondho Moner Duar Diyechi Khule Asuk andharer raati Jwele debo premer baati Ei toh shuru jibon sagore Toroni beye jaowa Bondho Moner Duar Diyechi Khule Bondho Moner Duar Diyechi Khule Lyrics Song: Bondho Moner Duar Diyechi Khule Film: Mohonar Dike Singer: Asha Bhosle Composer & Lyricist: Swapan Chakraborty Released Year: 1983 Starring: Aparna Sen, Dipankar Dey, Manoj Mitra