আমরা অনেকেই ব্লগিং করার জন্য বেছে নেই Blogger.Com কে যা একটি গুগলের প্রোডাক্ট তাই অনেক ধরনের সুযোগ সুবিধাও পাওয়া যায় অনায়াসে।ব্লগার সাধারনত খুব সাধারন ভাবে তৈরি অর্থাৎ এর ফিচার অনেক সিমিত কেননা এটা সাধারন লেখকদের জন্য তৈরি তাই আপনি এতে এডভান্স লেভেলের কোন স্ক্রিপ্ট কিংবা পিএইসপি স্ক্রিপ্ট প্লাগিন কিছুই ব্যবহার করতে পারবেন না।যদিও ব্লগারে সব আগে থেকেই করে দেয়া থাকে।

Seo এর ব্যপারটাও সেম আপনি কোন প্লাগিন ব্যবহার করে আপনার সাইটটির Seo এর কাজটা করে ফেলতে পারবেন না।ওয়ার্ডপ্রেসে সিও এর কাজটা মুলত আমরা কিছু প্লাগিন ব্যবহার করে থাকি।এসব প্লাগিনের মধ্যে ঈস্ট অন্যতম।


ঈস্ট মুলত কোন সাইটের কোন পোস্ট কিংবা কোন কন্টেন্টের Description Keyword Tags Category ইত্যাদি বিবরন গুগল কিংবা যেকোন সার্স ইঞ্জিনকে প্রভাইট করে ফলে সার্স ইঞ্জিন খুব সহজেই ঐ সাইটকে ক্রাউল এবং ইন্ডেক্সিং করতে পারে।


ব্লগারে যদিও সকল কাজ গুগল কতৃপক্ষ আগে থেকেই করে রেখেছে ডিসক্রিপশন কিওয়ার্ড ট্যাগ এগুলো অটোম্যাটিক গুগল গ্রহন করে থাকে গুগলে এড করার পর।তাই ওয়েবমাস্টারকে তেমন বেগ পেতে হয় না।শুধু একটু কিওয়ার্ড রিসার্স করলেই খুব সহজেই কোন ব্লগ সাইট র্যাঙ্ক করানো যায়।

তবে এক্ষেত্রে ফ্রি ডোমেইনের চেয়ে পেইড ডোমেইন অনেক বড় ভুমিকা পালন করে থাকে।কারন ফ্রি ডোমেইনের চেয়ে পেইড ডোমেইন অনেক বেশি রিস্পন্সিপ হয়ে থাকে।গুগল বট খুব সহজেই আপনার সাইট স্কান এবং ইন্ডেক্সিং করতে পারে।


আজ আপনাদের আমি এমন একটা থিম দিব যেটা ফ্রি থিম হলেও এতে Yoast Premium Seo Plan যুক্ত।এই থিমটা অনেক বেশি রেস্পনসিভ আর এই থিমটা অনেক Seo ক্যারি করে।এই থিমটি ব্যবহার করে আমি একটি লিরিক্স ওয়েব সাইট তৈরি করেছি আর আশাও করছি খুব তারাতারি এডসেন্স পেয়ে যাব ইনশাআল্লাহ।

তো নিচে আমি আমি এই থিমটার ডাউনলোড লিংক দিয়ে দিলাম।আপনারা যদি এই থীমটা ব্যবহার করতে চান অবশ্যই ব্যবহার করতে পারেন।এক্সট্রাক্ট করে Xml ফাইলটি ব্যবহার করুন।
এই টিউনটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।
Download Theme