Wapkiz.Com ফ্রি হোস্টিং নির্ভর একটি ওয়েবসাইট হলেও এর জনপ্রিয়তা অনেক বেশি।যেসব কারনে ওয়াপকিজ জনপ্রিয় তা হল।
 
১. কোয়ালিটি সম্পন্ন ওয়েব হোস্টিং। Wapkiz.Com এর কিছু সাইটে হাজার হাজার ভিজিটর আসে।সেই হিসেবে প্রতিদিন 50k-1m পর্যন্ত ভিজিটর এই হোস্টিংয়ে আসার ফলেও ওয়েব হোস্টিং স্লো কিংবা হ্যাং করে না।
 
২. ফ্রি সাব ডোমেইন।ওয়াপকিজে আপনি ফ্রিতেই পাচ্ছেন একটি সাব ডোমেইন।

৩. ফ্রি Seo Tools। আপনি ফ্রিতেই পেয়ে যাবেন সাইট ম্যাপ অপশন Robot.Txt ফাইল ফিড মেকার ইত্যাদি টুলস যার ফলে আপনি খুব সহজেই সাইট গ্রো করতে পারবেন।

 
এছারাও এই ওয়েববিল্ডারটির আরো অনেক ভালো গুন রয়েছে।যার ফলে আপনি আপনার সাইটটি খুব সহজেই মেক এবং র্যাংক করে ফেলতে পারবেন।ওয়াপকিজের এই সুবিধাটাই সবচেয়ে আকর্শনীয়।যে কেউ আপনারা আপনাদের পছন্দের সাইট তৈরি করে ফেলতে পারেন।



ওয়াপকিজের আরেকটি এমেইজিং ফিচার হলো থিম আপলোডিং এন্ড ব্যাকাপ সিস্টেম।এর ফলে যারা কোডিং জানে না তারা খুব সহজেই হাই ফিচার সম্রিদ্ধ একটি সাইট তৈরি করে ফেলতে পারবেন।


তবে ওয়াপকিজের কিছু খারাপ দিকও রয়েছে যেমন ডিফল্ট ভাবে সাইটের ফুটারে একটি ডাউনলোড নাউ এড শো করতে থাকে যা অনেক সময় ভিজিটরদের বিরক্তির কারন হয়ে দারায়।যেকোন ফাইল ডাউনলোড করতে গেলে নানা ধরনের এড শো করে যার ফলে অনেক ভিজিটর ফাইল ডাউনলোডি করতে পারে না।

আপনারা যারা Mp3 Downloading Website তৈরি করতে চাচ্ছেন।তারা অনায়াসেই ওয়াপকিজে তৈরি করে ফেলতে পারেন।

আজ আমি তাদের জন্যই এই থিমটি নিয়ে আসলাম।আপনারা এই থিমটি ব্যবহার করে খুব সহজেই ওয়েবসাইট র্যাংক করে ফেলতে পারবেন।আর বিভিন্ন এড শো করিয়ে মোটা মোটি একটা ইনকাম করতে পারবেন।


আমিও একটা সাইট ডিভিলপ করতেছি যদিও এখনো ওটা র্যাংক করেনি তবে করবে বলে আশা করছি।আপনার ডেমো দেখে আসতে পারেন।



থিমটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই এই থিমটি ব্যবহার করে ফেলতে পারেন।নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে ফেলুন অসাধারন এই থিমটি।




আপনি যদি ওয়াপকিজে নতুন হয়ে থাকেন আর জানেন না কিভাবে থিম ইনস্টল করতে হয় তারা নিচের টিউনটি পড়ে আসতে পারেন।
যেভাবে আপনার ওয়াপকিজ সাইটে Wapkiztpl থিম ইনস্টল করবেন।
তো আজ এই পর্যন্তই সকলকে অনেক ধন্যবাদ এই টিউনটি পড়ার জন্য।কারও কোন বিষয়ে জানার থাকলে কমেন্ট করতে পারেন।আস্সালামুওয়ালাইকুম।