হ্যালো বন্ধুরা  আশা করি সকলেই অনেক ভালো আছেন। আপনাদের কে আবারো আমাদের এই সাইটে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের কে দেখাবো কিভাবে আপনারা আপনাদের সাইটের স্পিড চেক করবেন।

একটি ওয়েব সাইটের জন্য স্পিড বিষয় টা খুবই জরুরি। তাই আমাদের যাদের ওয়েব সাইট আছে তাদের সকলের উচিৎ সাইটের স্পিড চেক করা এবং সাইট স্পিড কম থাকলে সেটাকে বৃদ্ধি করা।


যদি একটি সাইটের স্পিড কম হয় মানে কোনো সাইটের কোনো পেজে লোডিং স্পিড বেশি হয় তাহলে সেই কারণে একটি সাইট তাদের প্রয়োজনীয় ভিজিটর হারাতে পারে। তাই সকলের উচিৎ যাতে সাইট টি ঠিক সময় লোডিং নিতে পারে সেটা খেয়াল রাখা। তো এই বিষয়ে কথা বলার আগে চলুন আমরা জেনে নেই যে কেনো একটি সাইটের লোডিং স্পিড কমে যায়।


কেন ওয়েবসাইটে লোডিং স্পিড কমে যাওয়ার?


Plugin ব্যবহারে

 

most used wp plugin

একট সাইটে অতিরিক্ত পরিমাণে প্লাগিন ব্যবহার করলে নিতান্তই সাইট টি এর লোডিং স্পিড সাধারণ স্পিড থেকে অনেকটা কমে যায়। তাই আপনারা যারা নিজের সাইটে বিনা কারণে অতিরিক্ত প্লাগিন ব্যবহার করেন তারা নিজের সাইট থেকে দরকারি প্লাগিন বাদে যে প্লাগিন গুলো দরকারি নয় সেগুলো সাইট থেকে ডিজেবল করে দিন। অথবা ডিলিট করে দিন।

Image ব্যবহারে

 

web speed booster



আপনি যদি একটি আর্টিকেল বা পোস্টে বেশি পরিমাণ ইমেজ বা ছবি ব্যবহার করেন তাহলে সেই আর্টিকেল বা পোস্ট টি ওপেন হতে অন্যান্য আর্টিকেল থেকে অনেকটা বেশি সময় লাগবে। তাই আপনি সব সময় চেষ্টা করবেন একটি আর্টিকেল এ যত পারেন কম ইমেজ ব্যবহার করার। অথবা ইমেজ ব্যবহার না করার। তবে জরুরি প্রয়োজনে ২-৩ টি এর মতো ইমেজ ব্যবহার করতে পারেন। তহে বেশি পরিমাণে ব্যবহার করলে সেখানের লোডিং স্পিড কমে যাবে।

হোস্টিং প্রবলেম

webhostings


অনেক সময় হোস্টিং প্রবলেম এর কারণে একটি সাইটের লোডিং স্পিড কমে যায়। তাই এর জন্য আপনার উচিত ভালো একটি হোস্টিং প্রোভাইডার ওয়েবসাইট থেকে হোস্টিং কেনা। এর ফলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

Theme ডিজাইন

 

wp theme

একটি সাইটের থিম ডিজাইন করা অত্যান্ত জরুরি। তবে একটি সাইটে যদি থিমে কোনো বাগ (কোডিং প্রবলেম) থাকে তবে আপনার ওয়েব সাইটের স্পিড টি অনেকটা কমে যাবে। তাই একটি বাগ ফ্রি থিম ব্যবহার করুন।

এছাড়াও আরো ছোট খাটো অনেক কারণে সাইটের স্পিড কম হয়ে যায়। তবে এই ৪ টি হলো মূল কারণ। তাই আপনার সাইটে এর লোডিং স্পিড কম হয়ে গেলে এই ৪ টি কাজ ভালো করে নিজের সাইটে করে নিবেন। এখন মূল কথা হলো কিভাবে ওয়েবসাইটের স্পিড চেক করবেন। তার জন্য নিচের রুলস গুলো ফলো করুন।

কিভাবে ওয়েবসাইটের স্পিড চেক করবেন?

 

ওয়েবসাইটের স্পিড চেক করার জন্য সর্বপ্রথম আপনারা এই সাইটে যান। তারপর আপনার সামনে নিচের স্ক্রিনশট এর মতো আসবে। সেখানে আপনি আপনার ওয়েবসাইটের যে পেজ এর স্পিড চেক করবেন। সেটার লিংক দিয়ে দিবেন। তার পর পাশের Analyzed এ ক্লিক করে দিবেন। সেখানেই দেখতে  পারবেন।

তো বন্ধুরা এটি ছিলো মোবাইলে এই সাইটের স্পিড কেমন পাবে সেটা। তো আপনারা যদি কপিউটারে কেমন স্পিড পাবে তা চেক করতে চান তাহলে উপরের Dekstop এ ক্লিক করে দিন। তাহলে দেখতে পাবেন। নিচের স্ক্রিনশট এ দেখুন এই সাইটের Dekstop এর স্পিড টি ঠিক কেমন হবে।